মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন, হত্যা-নিধন দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে পাইকগাছায় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির মানববন্ধন

পাইকগাছা প্রেসক্লাবে বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা প্রেসক্লাব আধুনিকায়ন করার জন্য বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে শনিবার সকালে প্রেসক্লাব ভবনে সাংবাদিকরা মতবিনিময় সভা করেছেন। প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন, জেলা পরিষদ সদস্য ব্যবসায়ী আব্দুল মান্নান গাজী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জি,এ, গফুর, পাইকগাছা চিংড়ি বিপনন কেন্দ্রের সভাপতি শেখ জালাল উদ্দীন, উপজেলা পুলিশিং কমিটির সম্পাদক ব্যবসায়ী দাউদ শরীফ, এম. আনোয়ার হোসেন, উত্তম কুমার সাধু, মনোহর চন্দ্র সানা, কার্তিক চন্দ্র দেবনাথ, দীপক মন্ডল, ইব্রাহিম শেখ, সুবোধ চন্দ্র বাছাড়, আলহাজ¦ শাহিনুর রহমান, তাপষ কুমার মিস্ত্রী, রেজাউল করিম, শিবপদ মন্ডল, হেলাল উদ্দীন লোটাস, মিন্টু সরদার, আব্দুস সবুর ও সাংবাদিক নেতৃবৃন্দ। সভাপতি শুভেচ্ছা বক্তব্যে প্রেসক্লাবকে আধুনিকায়নের রূপরেখা তুলে ধরেন ও ব্যবসায়ীরা তাদের সুচিন্তিত মতামত, পরামর্শ প্রদান সহ আর্থিক সহায়তার আশ^াস প্রদান করেন। অতঃপর চা চক্রের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন, হত্যা-নিধন দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে পাইকগাছায় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি ॥
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের হত্যা-নিধন ও মানসিক নির্যাতন, ধর্ষন ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির ডাকে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন মেইন সড়কে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ যোগদান করেন। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি আঃ মজিদ গাজীর সভাপতিত্বে ও সম্পাদক আঃ লতিফের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডল । বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, জেলা প্রচার লীগের আহবায়ক শেখ আকবর আলী, এ্যাডঃ সমরেশ মন্ডল, এ্যাডঃ সরকার উইলিয়াম ফোর্ড, মোকাররম উল আজাদ, রবীন্দ্রনাথ মন্ডল, মো: নুর ইসলাম,প্রশান্ত সরকার,আফজাল হোসেন,মৃনাল কান্তি গাইন,শেখ রিমন হোসেন, প্রশান্ত মন্ডল প্রমুখ।

 

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।