কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তিনি বৃহস্পতিবার দিনভর উপজেলরা কয়লা, জালালাবাদ, জয়নগর ও দেয়াড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন। পূজা মন্ডপে উপস্থিত পুণ্যার্থী ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের সময়কালে সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতের সকল সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। সকল ধর্মের মানুষ নির্বিঘেœ নিজ নিজ ধর্ম পালন করছেন। ধর্মীয় উৎসবে সকলেই শরিক হচ্ছেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বড় নিদর্শন। তিনি বিভিন্ন মন্ডপ কমিটি নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পূজামন্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ’র সফর সঙ্গী ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দেবনাথ, জেলা আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক ময়নুল হাসান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ও শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমএ সাজেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির মাস্টার উত্তম কুমার, মাস্টার প্রদীপ কুমার পাল প্রমুখ। বৃহস্পতিবার গুঁড়ি গুঁড়ি বর্ষণের মধ্যেও পূজা মন্ডগুলোতে দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। মহাষ্টমীর ধর্মীয় আনুষ্ঠানিকতায় মন্ডপে মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকে চলা নীরব বর্ষা দর্শনার্থীদের কিছুটা ভোগান্তি ঘটালেও আনন্দ-উৎসবের কমতি ঘটেনি কোথাও। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা জানান, এবার ৩৯টি পূজা মন্ডপের সব খানেই শান্তিপূর্ণ ও উৎসবমুখতায় মহাষ্টমী ও কুমারী পূজা পালিত হয়েছে।

 

 

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

সাতক্ষীরা শহরের কামালনগর গলায় ওড়না পেঁচিয়ে ইরানী আফরোজ তানু (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।