দাঁতের ডাক্তার দেখাতে বনানী গেলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাজধানীর বনানীতে দাঁতের ডাক্তার দেখাতে গিয়েছেন। আজ বেলা সোয়া ১১ টার দিকে নিজের বাসভবন থেকে বের হয়ে মগবাজার হয়ে বনানীতে যান। তবে কোন ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়েছেন তা জানা যায়নি। এর আগে রোববার সকালে তিনি রাজধানীর মহাখালীস্থ আইসিডিডিআরবি’তে স্বাস্থ্য পরীক্ষা করান। তিনি সেখানকার প্যাথলজি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা দিয়ে  আসেন। আইসিডিডিআরবি’র ডায়াগনস্টিক ইউনিটের ইনফরমেশন ডেস্কের দায়িত্বে থাকা কর্মকর্তা নূরুন্নাহার তখন জানান, প্রধান বিচারপতি সকালে ডায়াগনোসিসের কাজে এসেছিলেন। কয়েকটি পরীক্ষা করিয়ে চলে গেছেন। ডায়াগনোসিস ইউনিটের দায়িত্বরত স্বাস্থ্য পরীক্ষক এমএ রাজ্জাকও স্বাস্থ্যসেবা নেয়ার সত্যতা নিশ্চিত করেছিলেন। উল্লেখ্য, প্রধান বিচারপতির অস্ট্রেলিয়ায় যাওয়ার বিষয়ে গত কয়েক দিন ধরে আলোচনা চলছে। প্রধান বিচারপতি ও তার স্ত্রীকে ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া দূতাবাস। তাদের বড় মেয়ে সূচনা সিনহা অস্ট্রেলিয়ায় বসবাস করেন। প্রধান বিচারপতি কখন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

Please follow and like us:

Check Also

দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য খেলার পাশাপাশি দেশীয় খেলাকেও সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি আহবান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।