প্রধান বিচারপতিকে দেশত্যাগে বাধ্যতামূলক ছুটি প্রদানের প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি;প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশত্যাগে বাধ্যতামূলক ছুটি প্রদান ও আইনের শাষনের প্রতি নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে এবং বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার দাবীতে নাটোর জেলা আইনজীবী ফোরাম মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার সকালে কোর্ট শুরুর আগে নাটোর জেলা আইনজীবী ভবনের সামনে এই কর্মসুচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, নাটোর জেলা আইনজীবী ফোরাম ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল আমিন তালুকদার টগর, জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: সিরাজুল ইসলাম-১, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের, অ্যাডভোকেট মো: আমজাদ হোসেন ও অ্যাডভোকেট মো: মজিবর রহমান মন্টু। মানববন্ধন থেকে বিক্ষোভ প্রদর্শন করে বক্তারা বলেন, প্রধান বিচারপতিকে অন্যায়ভাবে দেশত্যাগে বাধ্য করতেই তাকে জোর করে ছুটি দেয়া হয়েছে। তার সাথে সিনিয়র আইনজীবীদের সরকার দেখা করতে না দেয়ায় আইনজীবীরা এখন বুঝতেই পারছেননা তাকে নজরবন্দি না গৃহবন্দী করে রাখা হয়েছে। যেই প্রধার বিচারপতির শত শত পৃষ্ঠার রায়ে কখনও একটি বানান ভুল পাওয়া যায়নি অথচ সরকারের কাছে নাকি তারই দেয়া আট লাইনের আবেদনপত্রে ছয়টি বানান ভুল রয়েছে যা খুবই হাস্যকর। দেশের প্রধান বিচারপতির প্রতি এমন অন্যায় ও নোংড়া আচরণ আইনের শাষনের প্রতি সরকারের নগ্ন হস্তক্ষেপেরই প্রমাণ বহন করছে। আইনজীবী ফোরাম নেতারা বিচার বিভাগের স্বাধিনতা ও মর্যাদা হরণ করার তীব্র প্রতিবাদ জানিয়ে তা রক্ষার জোর দাবী জানান।

 

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।