সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় বক্তারা পুলিশ ও জনতার সক্রিয় ভুমিকাই পারে মাদক ও সন্ত্রাস নিমূল করতে

ক্রাইমবার্তা রিপোর্ট:শেখ কামরুল ইসলাম : ‘জঙ্গি মাদক প্রতিকারে জনতা পুলিশ এক কাতারে, পুলিশই জনতা জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম সাতক্ষীরার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা পুলিন লাইন মিলনায়তনে জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস্ রিফাত আমিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ অতিরিক্ত (প্রশাসন ও অপারেশন) ডিআইজি মো. একরামুল হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সেবার মান বৃদ্ধি করতে পুলিশ ও জনতার মাঝে দুরত্ব কমাতে হবে। পুলিশের দ্বারা কোন নিরাপরাধ মানুষ যাতে অহেতুক হয়রানীর স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। পুলিশ ও জনতার সক্রিয় ভুমিকাই পারে মাদক ও সন্ত্রাস নিমূল করতে। সমাজের অপরাধ মূলক কর্মকান্ডকে প্রতিহত করতে হলে পুলিশ ও জনতার সেতু বন্ধন গড়ে তুলতে হবে।’ এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর ও ১০নং আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন, একুশে টিভি’র জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, ইটাগাছা ভিআইপি ট্রাংক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, যুবলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স ও শেখ নাসেরুল হকসহ পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশিং কমিউনিটি ফোরামের জেলা উপজেলার নেতৃবৃন্দ।

 

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।