পাবনায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

পাবনা: পাবনা-ঢাকা মহাসড়কে দু‘টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক নারী-পুরুষ যাত্রী আহত হয়েছে।

ক্রাইমবার্তা রিপোর্ট:রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাাঁথিয়া উপজেলার বনগ্রাম-চিনাখড়ার মধ্যবর্তীস্থান বহালবাড়ীয়ায় পাবনাগামী আলী এক্সপ্রেস ও সিরাজগঞ্জগামী সুমি ট্রাভেলসের বাসের মধ্যে এই দুঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ৭ জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন, সদর উপজেলার বাগচীপাড়া গ্রামের গফুর আলী বিশ্বাসের ছেলে আয়েত আলী বিশ্বাস (৫৫), আতাইকুলা থানার বৃহস্পতিপুর গ্রামের মকবুল প্রামানিকের ছেলে আবুল কালাম (৩৭) ও সুমি ট্রাভেলসের বাসের চালক রিপন হোসেন (৪৫)।

নিহত অপর ৪ জনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৩৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ৭ জনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী বাস দু‘টি দ্রুতগতিতে একে অপরকে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ বাধে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

 

Please follow and like us:

Check Also

দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য খেলার পাশাপাশি দেশীয় খেলাকেও সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি আহবান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।