নাটোরে পাঁচ দফা দাবী বাস্তবায়নে নৃগোষ্ঠির মানববন্ধন

মোঃ রিয়াজুল ইসলাম:নাটোর প্রতিনিধি:
নাটোরে নৃগোষ্ঠির সার্বিক উন্নয়ন ও ভুমি আইনের ৯৭ ধারার চুড়ান্ত বাস্তবায়ন, ভিজিডি কার্ড ও বয়স্ক ভাতা প্রদান সহ সার্বিক উন্নয়নের পঁচ দফা দাবীর সমর্থনে নাটোরে বিভিন্ন নৃগোষ্ঠির মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে নাটোর জেলা আদিবাসী গ্রাম উন্নয়ন সংগঠনের আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক সন্তোষ পাহাড়ী, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক নরেশ চন্দ্র উঁরাও, সমর মুরমু এবং নৃগোষ্ঠির দাবীর প্রতি সমর্থন জানান নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন সাহা। বক্তারা বলেন, সরকার নাগরিকদের জন্য বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা দিলেও নৃগোষ্ঠি সদস্যরা তা থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি ভিজিডি, ভিজিএফ বা বয়স্ক ভাতাও তারা পাচ্ছে না। সরকারী চাকুরিতে তাদের জন্য কোটা থাকলেও তা মানা হচ্ছে ন। ভূমি আইনের ৯৭ধারা দ্রুত বাস্তবাযনের মাধ্যমে প্রভাবশালীদের হাত থেকে তাদের নিজস্ব জমিজমা উদ্ধারের ব্যবস্থা করতে হবে। বক্তারা অবিলম্বে তাদের^ এসব ন্যায্য দাবী বাস্তবায়নের জোর দাবী জানান। মানববন্ধন শেষে শোভাযাত্রা নিয়ে জেলা প্রশাসকের কাছে গিয়ে পাঁচদফা দাবী সম্মলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।