সরকার গুণ্ডামি করে প্রধান বিচারপতিকে অবসরে পাঠিয়েছে: রিজভী

কুড়িগ্রাম: সরকার গুণ্ডামি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে অবসরে পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম শহরের সরদারপাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে প্রথমে জোর করে চিকিৎসার নামে বিদেশে পাঠিয়েছে সরকার। পরে গুণ্ডামি করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
রিজভী বলেন, প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করে দেশের গণতন্ত্রের ন্যূনতম অস্তিত্বটুকু নিশ্চিহ্ন করা হয়েছে।
তিনি বলেন, এ সরকারের নির্লিপ্ততায় দেশের সংকট আরও বাড়বে। উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ধ্বংসের প্রান্তে চলে আসবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি গোলাম মোস্তফা ও শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

Check Also

হাফিজের কাছ থেকে রাজনীতিতে উৎসাহ না পেয়ে চলে যান সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতির বিষয়ে উৎসাহিত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।