সাতক্ষীরা জেলায় কৃষি ঋণ নীতিমালা, এসএমই নীতিমালা বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা। ঢাকা ব্যাংক লিমিটেড সাতক্ষীরার আয়োজন ২০১৭-১৮ অর্থ বছরের কৃষি ঋণ নীতিমালা, এসএমই নীতিমালা, আসল নোটের বৈশিষ্ট্য, ঋণ শ্রেনীকরণ ও পুনঃতফসিলীকরণ সংক্রান্ত  এক মতবিনিময় সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চায়না-বাংলা শপিং কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ব্যাংক সাতক্ষীরা শাখার পিন্সিপাল অফিসার মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায়  সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংক লিঃ সাতক্ষীরার এভিপি ও ব্যবস্থাপক মোঃ হুমায়ন কবির। অনুষ্ঠানে

প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ ব্যাংক, খুলনা এর মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা এর উপমহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জনতা ব্যাংক সাতক্ষীরা শাখার ডিজিএম-জি,এম সাহিদুল ইসলাম। এছাড়া ঋন শ্রেণীকরণ ও পুনঃতফসিলিকরণ বিষয়ে আলোচনা করেন  বাংলাদেশ ব্যাংক খুলনা এর যুগ্ম-পরিচালক মতিয়ার রহমান মোল্লা, কৃষি ঋণ ও এসএমই সংক্রান্ত নীতিমালা এবং জাল টাকা ও আসল নোট সনাক্তকরন সম্পর্কিত আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক খুলনার উপমহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন খান। মতবিনিময় সভায় প্রধান অতিথি ব্যাংকারদের উদ্দেশ্য বলেন আপনাদের দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে এবং আমাদের দায়িত্ব আমরা পালন করবো । এছাড়া তিনি বলেন আপনার গাভীর দুধ খেতে চান অথচ গাভী পালনে ঋণ দেন না তাহলে কিভাবে দুধ অল্পদামে খাবেন। বাজারে  গেলে সবজি কিনতেই টাকা ফুরিয়ে যায় কিন্তু ব্যাগ ভরেনা। কারন  আমরাতো কৃষকদের পিয়াজ, রসুনসহ কাচামাল উৎপাদনে ঋন দিতে চাইনা বা দেইনা। আপনাদের এই বিষয়গুলো সচেতনভাবে খেয়াল করতে হবে। সাতক্ষীরায় কৃষিখাতে ১,৫৯ কোটি টাকা বাজেট রয়েছে যার মধ্যে শস্য  খাতে ৬০% , প্রাণী খাতে ১০% এবং মৎস্য খাতে ৩০%। আমাদেরকে গ্লোবাল টার্গেট অর্জন করতে হলে প্রান্তিক কৃষক বা প্রকৃত কৃষক সঠিকভাবে বাছাই করতে হবে এবং সহজ শর্তে  এসএমই  ঋণ প্রদানে উৎসাহিত করতে হবে এবং প্রচার প্রচারণা চালাতে হবে। তিনি ব্যাংকারদের উদ্দেশ্য আরও বলেন আপনারাতো বড় ঋণ গ্রাহকদের পিছনে বেশী সময় ব্যয় করেন কিন্তু তৃনমুল এলাকার নারীদের স্মল এন্ড মিডিয়াম ইন্টারপ্রাইজ ( এসএমই ) লোন দিচ্ছেন না। প্রান্তিক নারীদের ঋণ প্রদান করেন দেখবেন তার কাছ থেকেই আপনারা সহজে সবজি কিনতে পারছেন এভাবে এগোলে একদিন বিদেশ থেকে আর আমদানি করার প্রয়োজন হবেনা।  ব্যাংকে কয়েন না নেওয়ার অভিযোগ রয়েছে যেটা খুবই দুঃখ জনক এবং অপ্রত্যাশিত ঘটনা। আপনাদের জনগণের / গ্রাহকদের কয়েন নিতে সকল ব্যাংক প্রধানদের নির্দেশ প্রদান করে বলেন ইমপর্টেন্ট বিষয়ে সচেতনভাবে কাজ করতে এবং বিনিয়োগ বাড়াতে আহবান করেন। অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন সরকারি, বেসরকারি ব্যাংক এবং  এনজিও প্রধানগণ উপস্থিত ছিলেন।

Check Also

আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন জিয়াউল ইসলাম জিয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।