৮০ কোটি টাকা লোকসানরে বোঝা মাথায় নয়িে নাটোররে দু’টি সুগারমলিে আখ মাড়াই মৌসুম উদ্বোধন

নাটোর প্রতনিধিি
প্রায় ৮০ কোটি টাকা লোকসানরে বোঝা মাথায় নয়িে নাটোররে র্নথ বঙ্গেল সুগার মলি ও নাটোর সুগার মলিরে ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুম আনুষ্ঠানকি ভাবে উদ্বোধন করা হয়ছে।ে শুক্রবার বকিলেে উভয় মলি চত্বরে আয়োজতি মলিাদ ও দোয়া মাহফলি শষেে ডোঙ্গায় আখ ফলেে অতথিরিা আখ মাড়াই মৌসুম উদ্বোধন করনে। গত মাড়াই মৌসুমে মলি দুটি প্রায় ৮০ কোটি টাকা লোকসান কর।ে আগামী মাড়াই মৌসুমওে অনুরুপ লোকসানরে লক্ষ্যমাত্রা নর্ধিারন করা হয়ছে।ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকটে আবুল কালাম আজাদ র্নথ বঙ্গেল সুগার মলিরে ডোঙ্গায় আখ ফলেে মাড়াই মৌসুম উদ্বোধন করনে। সুগার মলিরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরচিালক মোঃ সলেমি হোসনেরে সভাপতত্বিে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখনে চনিি ও খাদ্য শল্পি র্কপোরশেনরে সচবি আরশদে আলী ও পরচিালক (প্রশক্ষিন) হারছে উদ্দনি। অপরদকিে একই সময়ে নাটোর সুগার মলিে তনি আর্দশ আখ চাষী মকছদে আলী, খললিুর রহমান ও রুহুল আমনি হাওলাদার এবং সনিয়ির দুই শ্রমকি আব্দুল জললি পান্না আনসিুর রহমান মলিরে ডোঙ্গায় আখ ফলেে মাড়াই মৌসুম উদ্বোধন করনে। র্নথ বঙ্গেল সুগার মলিরে মহা ব্যবস্থাপক (প্রশাসন) রাকবিুর রহমান খান জানান, চলতি মৌসুমে দুই লাখ ২২ হাজার মট্রেকি টন আখ মাড়াই করে ১৫ হাজার ৪৫ মট্রেকি টন চনিি উৎপাদনরে লক্ষ্যমাত্রা নর্ধিারণ করা হয়ছে।ে ১২০ মাড়াই দবিসে চনিি আহরনরে লক্ষ্যমাত্রা নর্ধিারন করা হয়ছেে ৭.৫০শতাংশ। অন্যদকিে নাটোর সুগার মলিরে ব্যবস্থাপনা পরচিালক মোহাম্মাদ শহদিুল্লাহ জানান, ২০১৭-১৮ মাড়াই মৌসুমে এক লাখ ৬০ হাজার ম.েটন আখ মাড়াই করে ১২ হাজার ৪শ’ মট্রেকি টন চনিি উৎপাদনরে লক্ষ্যমাত্রা নর্ধিারণ করছেে নাটোর সুগারমলি। ১০৭ মাড়াই দবিসে চনিি আহরনরে লক্ষ্যমাত্রা নর্ধিারন করা হয়ছেে ৭.৭৫শতাংশ। দুটি সুগারমলি এলাকাতে তনি শতাধকি অবধৈ পাওয়ার ক্রাশারে গুড় উৎপাদন র্কাযক্রম চলমান থাকায় বরাবররে মতো এবারো সুগারমলি দুটি আখরে অভাবে লক্ষ্যমাত্রা পুরুন না হওয়ার আশংকার কথা জানয়িছেে সংশ্লষ্টিরা। তবে নাটোর সুগারমলিরে ব্যবস্থাপনা পরচিালক মোহাম্মাদ শহদিুল্লাহ জানান, ইতোমধ্যে অবধৈ পাওয়ার ক্রাশাররে র্কাযক্রম বন্ধে দুটি ভ্রাম্যমান আদালত পরচিালনা করা হয়ছে।ে এসব অভযিানে ১৫জন চাষীর বরিুদ্ধে মামলা এবং ১০০জন চাষীকে উকলি নোটশি প্রদান করা হয়ছে।ে র্নথ বঙ্গেল সুগার মলি এলাকাতওে অনুরুপ অভযিান চলছ।ে

 

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র উদ্বোধন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদকে সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।