শ্যামনগরে সরকারি ২৫ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারক আশরাফ আটক

মোস্তফা কামাল, শ্যামনগর (সাতক্ষীরা) ঃ শ্যামনগরে সরকারি ২৫ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারক আশরাফ হোসেনকে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে। সে রমজাননগরের সোরা গ্রামের ইশার আলী মোল্যার পুত্র। থানা সূত্রে প্রকাশ, ২০ নভেম্বর বেলা ১ টার দিকে শ্যামনগর থানার এস আই গোরাচাঁদ ও এ এস আই জিল্লুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী প্রতারক আশরাফ হোসেনকে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ ব্যাংক, সরকারী অফিস ও বিভিন্ন শ্রেণীর পেশার লোকদের সাথে টাকা নিয়ে প্রতারনা করে আসছে। আশরাফ হোসেনের বিরুদ্ধে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার সার্টিফিকেট আদালতে এর সি সি নং- ৭১/১৬-১৭, ৭৩/১৬-১৭ সহ সাতক্ষীরা বিজ্ঞ আদালতে একাধিক মামলা রয়েছে। আশরাফ হোসেন ভেটখালী হাটবাজার এর ইজারা বাবদ অনাদায়ে ১৬ লক্ষ ৭৬ হাজার ৩ শত এবং ওয়াকফ ষ্ট্রেট এর ৮ লক্ষ ৯২ হাজার ৯ শত টাকা সহ মোট ২৫ লক্ষ ৬৯ হাজার ২ শত টাকা আত্মসাৎ করায় তাকে আটক করা হয়। আটক করা কালে আশরাফ হোসেন পুলিশকে লক্ষ করে ইট ছুড়ে মারলে এস আই গোরাচাঁদ ও এ এস আই জিল্লুর রহমান আহত হন। সরকারি কাজে প্রতিবন্ধকতায় তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনেন এস আই গোরাচাঁদ। আশরাফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও আর্থিক মালিকানা কয়েক লক্ষ টাকা পাওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইউএনও কার্যালয়ে আশরাফ হোসেনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল বলে জানা যায়।
ছবিঃ শ্যামনগরে প্রতারক আশারাফ।
শ্যামনগরের সোয়ালিয়া সাপেরদুনে স্কুলে চুরি
মোস্তফা কামাল, শ্যামনগর (সাতক্ষীরা) ঃ শ্যামনগরের সোয়ালিয়া সাপেরদুনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ও উপজেলা শিক্ষা অফিসার বরাবরে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রধান শিক্ষক মুহাঃ ইসমাইল হোসেন সিরাজী লিখিত অভিযোগে জানা যায়, গত ৩ নভেম্বর দিনগত রাত্রে ১৮৫ নং সোয়ালিয়া সাপেরদুনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। বিদ্যালয়ের সাউন্ড বক্স ১টি, বেল বা ঘন্টা ১টি, তোয়ালে ২ পিচ, গামছা, ঘড়ি ও প্রাক-প্রাথমিক মালামাল চুরি হয়। যার আনুমানিক মুল্য ১৪হাজার ৬শত ৭০ টাকা।

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।