ফিলিপাইনে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস্ ফোরাম-এ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ’র প্রবন্ধ উপস্থাপন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্র্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ গত ২১ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৬তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস্ ফোরাম (এইউপিএফ)-এ অংশগ্রহণ করেন। তিনি এ অনুষ্ঠানে “Governance and Policy Solutions শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন।
ফিলিপাইন নর্মাল ইউনিভার্সিটি ও ন্যাশনাল সেন্টার ফর টিচার্স এডুকেশন শিক্ষাবিদ ও শিক্ষাউদ্যোক্তাদের অংশগ্রহনে গুরুত্বপূর্ণ এই সম্মেলনের আয়োজন করে। এ অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল“Innovations & Foresight: Education Solutions for a Better World” |
এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০০ শিক্ষাবিদ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আশা করা হচ্ছে, এ অনুষ্ঠানের মাধ্যমে এশিয় অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি ও উচ্চশিক্ষার উন্নয়নে এক নতুন পথের সূচনা করবে।

 

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।