সদরের ঘোনা ইউনিয়নে গাজীপুর গ্রামে পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত করলেন এমপি রবি

শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের গাজীপুর গ্রামে পল্লী বিদ্যুতের গ্রাম শুভ বিদ্যুতায়নের উদে¦াধন করা হয়েছে। রবিবার বিকালে ঘোনা ইউনিয়নের গাজীপুর গ্রামে ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। আগামী ২০১৮ সালের জুন মাসের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রীক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকল নাগরিকদের প্রতি অনুরোধ জানান এমপি রবি। তিনি আরো বলেন, অহেতুক বিদ্যুৎ চালু রাখবেন না। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, নিজ হাতে সুইচ বন্ধ করুন। আমি যখন ঘর থেকে বের হই, আমি নিজ হাতে সুইচ বন্ধ করি। কাজেই আমি সবাইকে এটি ব্যবহারে সাশ্রয়ী হবার অনুরোধ জানাব। বর্তমান সরকার সারাদেশে বিদ্যুতের অপচয়রোধে প্রিপেইড মিটার অন্তর্ভুক্ত করছে। বিদ্যুৎ একটি দেশ ও জনগণের সম্পদ। কাজেই আমি সবাইকে এটি ব্যবহারে সাশ্রয়ী হবার অনুরোধ জানাব। জননেত্রী শেখ হাসিনা সরকার চাই দেশের উন্নয়ন হোক। দেশ এগিয়ে যাক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তৈরীর লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছে দেশ। আমরা মানুষের ঘরে ঘরে আলো জ্বালাতে চাই। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের সুরক্ষায় জনগণের প্রতি আহ্বান জানিয়ে এমপি রবি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় না আসলে দেশকে বর্তমান উন্নয়নের পথে নিয়ে আসা সম্ভব হতো না।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ইসি শেখ মহিদুল ইসলাম ইউপি সদস্য মনিরুল ইসলাম, গণেশ চন্দ্র মন্ডল, রবিউল ইসলাম, মোত্তাসিম বিল্লাহ, আব্দুল করিম ও রাবেয়া পারভীনসহ দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি ঘোনা ইউনিয়নের গাজীপুর গ্রামে আড়াই কিলোমিটার লাইন নির্মাণ করে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে বাণিজ্যিক ৬টি ও ১শ’ ৪৬ টি পরিবারের মাঝে এ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অরুণ কুমার ঘোষ।

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রাণনাশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।