অর্থের অভাবে ঢাকা মেডিকেলে মৃত্যুর প্রহর গুনছে বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু ইব্রাহিম

ফিরোজ হোসেন : অর্থের অভাবে মৃত্যুর প্রহর গুনছে বিরল রোগে আক্রান্ত শিশু ইব্রাহিম । সাতক্ষীরা শহরের অদূরে মাগুরা গ্রামের ফল বিক্রেতা জয়নালের ছেলে ইব্রাহিম । মাত্র ছয় মাস বয়সে এ রোগটি দেখা দিয়েছিল । জীবনের সর্বস্ব বিক্রি করে নিজ কলিজার টুকরো সন্তানকে চিকিৎসা করিয়ে এখন নিঃস্ব। ইব্রাহিমের পিতা জয়নাল জানান প্রথমে সাতক্ষীরা-ঢাকা, পরে ভারতের ভেলোরে নিয়ে যায় তাকে। সেখানে অনেক পরীক্ষা নীরিক্ষা শেষে ডা. অনুকরুলা জানান বোন মেরু পরিবর্তনই ভাল হওয়ার একমাত্র সঠিক চিকিৎসা।ইব্রাহীমের পিতা জয়নাল জানান  বাংলাদেশ টাকায় চিকিৎসার খরচ প্রাই চল্লিশ লক্ষ টাকা। যা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তিনি বলেন এখান থেকে প্রাই পাঁচ মাস আগে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন পত্র

 

 

পত্রিকা ও টিবি চ্যানেলে ছেলে ইব্রাহিমের অসুস্থ্য খবর প্রকাশ হলে কিছু হৃদয়বান মানুষের সাহায্যে গত ৩১ শে জুলাই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬ তলা বার্ন ইউনিটে জেনারেল  ওয়ার্ডে ৬০২ বেডে চিকিৎসাধীন রয়েছে।  প্রাই পাঁচ মাস সেখানে বার্ন ইউনিটের প্রফেসর ডা.আব্দুল কালামের তত্ত্বাবধনে চিকিৎসাধীন আছে। বর্তমানে তার শারীরের এক পাশে কিছুটা উন্নতি হলেও তার ক্ষত শরীরের চারিদিকে ছড়িয়ে পড়েছে। গলার দু-ধারে, কোমরে পচন ধরে মাংস খসে পড়ছে।
ইব্রাহীমের মাতা হাসিনা বেগম জানান জন্মের ছয় মাস বয়সে প্রথমে গলায় ক্ষত, পরে কোমরে এবং বর্তমানে শরীরে নিম্নাঙ্গে তা ছড়িয়ে পড়েছে। সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে চিকিৎসা করেও তার তেমন উন্নতি বুঝা যাচ্ছে না । অর্থের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার কারণে মৃত্যু পথযাত্রী হিসেবে পথ চেয়ে আসে আমার ইব্রাহিম। হাসিনা বেগম এভিএএসনিউজকে ক্রন্দন অবস্থায় বলেন, সুনেছি প্রধান মন্ত্রী শেখ হাসিনা হৃদয়বান মানুষ। মানুষের সেবা করে যাচ্ছে, আপনারা আমার ছেলের জন্য তার কাছে লেখেন, নিশ্চয় আমার ছেলের দায়িত্বও প্রধানমন্ত্রী নেবেন। ইব্রাহিমের বড় বোন হীরামনি জন্মের তিন মাস পরে একই রোগ দেখা দেয়। তারও দেহে দেখা দেয় মারাত্মক ক্ষত। তার পেট ফুলে যেত । কিছুদিন পরেই সে উন্নত চিকিৎসার অভাবে মারা যায়। একই রোগে আক্রান্ত হয়েছে তার বড় বোন খাদিজা (১২) তারও গলাই তৈরী হয়েছে ক্ষত। তাকেও ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়েছে। শিশু ইব্রাহিমের বিষয় ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ডা.আব্দুল কালাম জানান কিছুদিনের মধ্যে ইব্রাহীমের নিম্নাঙ্গে একটা বড় অপারেশন করা হবে। এ অপারেশনে শিশুটির পুরোপুরী সুস্থ্যতা আশা করা যায় না। বোন মেরু পরিবর্তনই সুস্থ্য হওয়ার একমাত্র চিকিৎসা। শিশুটির পিতা ছেলের চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি দেশ-বিদেশের বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মোছা: হাসিনা বেগম হিসাব নং ২১৬৮৫, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখা । বিকাশ নং ০১৭১৬৫৭০১৭৭ ।

Please follow and like us:

Check Also

আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি,তাই জনগণ তাকে বার বার নির্বাচিত করতেন: সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।