সাতক্ষীরায় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

ক্রাইমবার্তা রিপোর্ট: সাতক্ষীরা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও ফেস্টুন সহকারে বর্নাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত শনিবার সাতক্ষীরায় ২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হযেছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ,স্কুল ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা কর্মচারীদের স্বতষ্ফুর্ত অংশ গ্রহনে জেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গন পার্ক থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী ভবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন। পরে জেলা শিল্পকলা একাডেমী ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিষ সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের সহকারী উপপরিচালক হারুন-আর রশিদ. উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা,বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা,শিক্ষক সহ নবজীবন স্পনসরশীপের প্রোগ্রাম ম্যানেজার মল্লিক মোস্তফা নাহিদ হাসান,সহকারী প্রোগ্রাম অফিসার ফারুক হোসেন,সালাহউদ্দীন, পিআরও ডিএম কামরুল ইসলাম ও উজ্জল কুমার নাথ উপস্থিত ছিলেন । আলোচনা সভা পরবর্তি এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল“সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ”। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

 ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা:সাতক্ষীরার সুন্দরবন ঘেষা শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল রেছেন। আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।