সাতক্ষীরায় গণপূর্ত,র ঝুকিপূর্ন বিল্ডিং ভাঙ্গার সময় ছাদ ধসে ৪ জন শ্রমিক আহত

ফিরোজ হোসেন : সাতক্ষীরা গণপূর্ত,র ঝুকিপূর্ন বিল্ডিং ভাঙ্গার সময় ছাদ ধসে ৪ জন শ্রমিক আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে কাটিয়া আমতলার ষ্টাফ কোয়াটারের ভিতরে প্রাক্তন লেডিস ক্লাব ভবনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন মো. ইমরান হোসেন (১৫),মো. সাগর হোসেন (২০),এসমাইল হোসেন (৩০), ফারুক হোসেন (৩২)।
আহতদের মধ্যে ফারুক হোসেন নামে এক শ্রমিকের অবস্থা আসঙ্খাজনক। আহতদের তাৎক্ষনিকভাবে এলাকার লোকজন এসে  উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সাতক্ষীরা গণপূর্ত বিভাগের সাবষ্টেশন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম জানান ভবনটি ঝুকি পূর্ন হওয়ায় ভাঙ্গার জন্য অক্সান দেওয়া হয়। কন্ট্রাক্টর মোকাম হোসেন শুক্রবার সকালে শ্রমিকদের দিয়ে ভবনটি ভাঙ্গার সময় সাদ ধসে দূর্ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে দেখা অপরিকপ্লিতভাবে শ্রমিকদের দিয়ে ভবনটি ভাঙ্গার কারনে দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে ঘটনার সংবাদ পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please follow and like us:

Check Also

শ্যামনগরে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার শ্যামনগরের গাবুরার ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশান গ্রুপের সদস্যদের জন্য তিনদিন ব্যাপী সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স শনিবার সকালে দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। লিডার্স-এর প্রধান কার্যালয়, শ্যামনগর, সাতক্ষীরার নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা। সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি, উন্নয়নের কার্যকারীতা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে গণশুনানির আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসাবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, পরবর্তীতে ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারমান, মেম্বর ও উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোঠকেও এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণে একটি রূপক পাবলিক হেয়ারিং বা গণশুনানীর আয়োজন করা হয়। Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।