ভোমরা বন্দরে ভারতীয় ট্রাক উল্টে পাথর ব্যবসায়ী নিহত : আহত দুই

ভোমরা বন্দর প্রতিনিধি: ভোমরাস্থল বন্দরে মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে আমদানিকৃত পাথর বোঝাই একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে চায়ের দোকানে উল্টে একজন নিহত ও দু’জন জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পাথর ব্যবসায়ির নাম উজ্জল সরকার (২৩)। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার সরন গ্রামের অনাথ বন্ধু সরকারের ছেলে। আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের মোকছেদ আলীর ছেলে পাথর ব্যবসায়ি আলম হোসেন (৩২) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার সরন গ্রামের সুশঙ্কর সরকারের ছেলে রবিশঙ্কর সরকার।প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে বস্তাপাথর বোঝাই ৬৫ টনের একটি ১০ চাকার ট্রাক যার নং ডই-৭৩অ-৬২০৩ আনলোড করার জন্য ভোমরা বন্দর থেকে বাঁশকল নামকস্থানের দিকে আসছিল। পথিমধ্যে আব্দুর সবুর ও রউফের পাকিং জোনের সামনে অবস্থিত জাহাঙ্গিরের চায়ের দোকানে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। এ সময় চায়ের দোকানের বারান্দায় অবস্থিত লোকজন ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলে একজন নিহত দু’জন আহত হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান। ভোমরা বন্দরের ইমিগ্রেশন অফিসার জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।