সাতক্ষীরায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যাঃআটক তিন

ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরার শ্যামনগরের নুরনগরে যুবলীগ কর্মী চিংড়ী ব্যবসায়ী আছাদুর (২৮)এর হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে লিটন (২৪) নামে আপর এক যুবলীগ কর্মীকে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে। শনিবার বেলা ১২টার দিকে চুনোখালী বিল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। এসময় তার সহযোগী যশোর জেলার ষষ্ঠীতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান ওরফে (২৫) সুমনকেও ঐ হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। লিটন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। প্রাথমিকভাবে লিটন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবী। নিহতের পিতা নুরনগরের পার্শ্ববর্তী আড়ংগাছা গ্রামের আব্দুল জব্বার বাদি হয়ে মামলা করবে বলে পুলিশ নিশ্চিত করেছে। উল্লেখ্য (শুক্রবার রাত আটার দিকে) নুরনগর বাজার সংলগ্ন দেওড়াবাড়ী এলাকায় নিজ মৎস্য খামারে যাওয়ার সময় দুর্বৃত্তর হাতে চিংড়ী ব্যবসায়ী যুবলীগ কর্মী আছাদুর রহমান (৩৮) নিহত হয়। রাত ৮টার দিকে দেওড়াবাড়ী নুরনগর বাজার সংযোগ সড়কের উপর আছাদুরের রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে নিকটস্থ আইয়ুব আলীর ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত আছাদুরের ঘাড়ে ও উরুতে গভীর ক্ষতের চিহ্ন ছিল বলে প্রতক্ষদর্শীরা জানায়। হত্যাকান্ডের পরপরই স্থানীয়রা ছিনতাইকারীর হাতে আছাদুর নিহত হয়েছে বলে ধারনা করলেও হত্যাকান্ডে জড়িতদের ব্যাপারে নির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি। এদিকে হতাকান্ডের পরপরই শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী নিজে ঘটনাস্থলে যেয়ে হত্যাকান্ডের তদন্ত শুরু করেন। রাতে সন্দেহভাজন কয়েকটি জায়গায় অভিযানও পরিচালনা করেন তারা। অফিসার ইনচার্জের নেতৃত্বে উপ-পরিদর্শক আকরাম হোসেন, উপ-পরিদর্শক শংকর, সহকারী উপ-পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম রাত থেকে মাঠে অবস্থান নেয়। এক পর্যায়ে শনিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলাধীন চুনোখালী বিলে একটি ঘেরের বাসা থেকে তাদের দু’জনকে আটক করে পুলিশ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, হত্যাকান্ডের পর থেকে পুলিশ মাঠে ছিল। তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহতের পিতা বাদি হয়ে হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে মামলা করবে বলে প্রস্ততি নচ্ছে।

৩০ডিসেম্বর,২০১৭শনিবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Please follow and like us:

Check Also

বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৮ জলদস্যু গ্রেফতার

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ অপহরণে যুক্ত ৮ জলদস্যুকে আটক করেছে সোমালিয়ার পুলিশ। রোববার জাহাজটিকে মুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।