জাতীয় পাটির নেতৃবৃন্দের বাড়ি বাড়ি যেয়ে হয়রানী করছে পুলিশ

ফিরোজ হোসেন : জাতীয় পাটির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা জাতীয় পাটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কাটিয়া নারিকেল তলাস্থ জেলা জাতীয় পাটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিমের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব মো. আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক মাতলুব হোসেন লিয়ন। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম,সরদার আব্দুস সালাম, জেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটির সাংঘঠনিক সম্পাদক শেখ মঈনুল হোসেন, পৌর জাতীয় পাটির সাধারন সম্পাদক শেখ আব্দুস সাদেক,মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মো. রাজিউল্লাহ রাজু, জেলা যুবসংহতির সভাপতি শেখ শাখাওতুল করিম পিটুল,সাধারন সম্পাদক আবু তাহের, সহ সভাপতি আকরাম হোসেন খান বাপ্পি,জাপা নেতা এড. মিজানুর রহমান, জেলা ছাত্র সমাজের সভাপতি আবুল কালাম আজাদ সুজন, জাপা নেতা জাহাঙ্গীর হোসেন বনি,ছাত্র নেতা আলম আল রাহি রাজ, রোকনুজ্জামান সুমন, কায়ছারুজ্জামান হিমেল,। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার জাহিদ তপন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতীয় পাটির দেশের উন্নয়নে কাজ করেছে। দেশের জনগনের স্বার্থ বিরোধী কোন কাজ করেনি । আগামী নির্বাচনে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি আরও বলেন পুলিশ জাতীয় পাটির নেতৃবৃন্দের বাড়ি বাড়ি যেয়ে হয়রানী করছে। জামাত সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। তিনি বলেন নির্যাতন করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। এখনও সময় আছে জনগন বিরোধী কাজ থকে ফিরে আসুন। তা না হলে জনগন আগামীতে সঠিক জবাব দেবে তাদের ব্যালটের মাধ্যমে ।

১জানুয়ারী,২০১৮সোমবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রাণনাশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।