মিরপুরে পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা

মিরপুর প্রতিনিধিঃ- কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়াতে পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী সমিতির আয়োজনে বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী সমিতির পোড়াদহ আঞ্চলিক শাখার সভাপতি মীর আবু আজম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন একালের সফল সফল তথ্যমন্ত্রী , জাসদ সভাপতি হাসানুল হনুর বিশেষ প্রতিনিধি, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী। পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক এম এ হাকিমের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, পোড়াদহ আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক আমির আলী, উৎপল সেন গুপ্ত, আনোয়ার হোসেন, জাসদ নেতা তুফান আলী। বক্তারা ২০১০ সালের আইন এবং তাদেরকে কেন ডাক্তার নামে ডাকা যাবে না এ ব্যাপারে সার্বিক আলোচনা করা হয়। তারা বলেন, দেশের বেশীর ভাগ মানুষ গ্রামে বাস করে তাদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে গ্রামীন এসব ডাক্তারেরা। গ্রাম থেকে উঠে আসা যেসব বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনের ক্যাডার এবং অনেক মন্ত্রী এমপিদের জন্ম ও তাদের জন্ম নারী পর্যন্ত আমাদের এসব গ্রাম্য ডাক্তাররা কেটে থাকেন। আমাদের এসব ডাক্তাররা টাকার জন্য নয় বরং সেবার জন্যই রাতে দিনে, সময়ে- অসময়ে কাজ করে থাকেন। পরে সবার সম্মতিক্রমে আগামী ২০১৮ সালের জন্য পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী সমিতির পোড়াদহ আঞ্চলিক শাখার সভাপতি মীর আবু আজম সিদ্দিকী এবং সাধারন সম্পাদক হিসেবে আমির আলীর নাম ঘোষনা করা হয়। এসময় আব্দুর রজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, হাজি আনিসুজ্জামান, তোফাজ্জেল হোসেন, মোজাফ্ফর হোসেন, সুফিয়া ফার্মেসীর শাহীন আলী, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউল করীম, নজরুল ইসলাম, সাফায়েত হোসেন, রইচ উদ্দিন, লাইলী ফামেসীর মজনু, আব্দুল হান্নান, খোকন ডাক্তার, মীর আরেফিন রঞ্জু, সাংবাদিক জিয়ারুল ইসলাম, বাদশা আলী জোর্য়াদারসহ স্থানীয় জনসাধারনেরা উপস্থিত ছিলেন।

১জানুয়ারী,২০১৮সোমবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।