আ’লীগের রাজনৈতিক কেমিস্ট্রিতে গোলমাল আছে: মওদুদ

ক্রাইমবার্তা রিপোর্ট:আওয়ামী লীগের ‘রাজনৈতিক কেমিস্ট্রি’র মধ্যে গোলমাল আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘৫ জানুয়ারি কলঙ্কিত নির্বাচন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের ‘রাজনৈতিক কেমিস্ট্রি’র মধ্যে গোলমাল আছে দাবি করে ব্যারিস্টার মওদুদ বলেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান থাকলেও স্বাধীনতার পর তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা এখন অবলীলায় মিথ্যা কথা বলছে। মামলাকে হাতিয়ার হিসেবে নিয়ে বিরোধী দলকে দমন করছে। মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারা বিরোধী দলের সভা-সমাবেশের অধিকার হরণ করেছে। আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেনি।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ সমঝোতায় বিশ্বাস করে না। তারা চায় সংঘাত। আমরা অনেক ধৈর্য ধরেছি। সহ্য করেছি। সমঝোতার কথা বলেছি। কারণ ২০১৪ ও ২০১৮ এক নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন করব সে জন্য প্রস্তুতি নেব, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য নয়। উপযুক্ত সময়ে আমরা কর্মসূচি দেব। গণআন্দোলনের মধ্য দিয়ে এ সরকার বাধ্য হবে বিদায় নিতে। কারণ সমঝোতার পথে যাবে না। একমাত্র বিকল্প হল রাজপথ।’

তিনি বলেন, ‘২০১৪ সালের নির্বাচনকে সরকার সংবিধান রক্ষার নির্বাচন বলে। কিন্তু ওই নির্বাচন সংবিধান মোতাবেক হয়নি। আমরা বিচার বিভাগের দুর্বলতার কারণে আইনের মাধ্যমে মোকাবেলা করতে পারিনি।’

০৫জানুয়ারী,২০১৮শুক্রুবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Please follow and like us:

Check Also

কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী’র আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার কলারোয়ায় স্বামী আজহারুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন আত্মহত্যা করেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।