জে এস সি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে

মোঃ আকবর হোসেন,তালাঃ তালা উপজেলার ১২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জে এস সি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় । ৩ বৎসরের পিএসসি পরীক্ষায় ১০০% পাশ করেছে ।
সফলতার শীর্ষে এই স্কুলটি গত ২০১৫ সালে ৯২ জন পরীক্ষার্থি অংশগ্রহন করে। পাশের সংখ্যা ১০০% । এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন এ পয়েছে ৩৪ জন এ- ১৩ জন এবং ৩ পয়েন্টে ০৩ জন । ২০১৬ সালে ৯১ জন পরীক্ষর্থির মধ্যে সবাই পাশ করেছে । জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন ।এ ৫০জন এ-৪ জন এবং ৩পয়েন্ট ০১ জন । ২০১৮ সালে মোট পরীক্ষার্থি ৭০ জন সবাই পাশ করেছে । জিপিএ ৫ পেয়েছে ২৭ জন এ ২৫জন এ-১১ জন এবং ৩ পয়েছে ৭ জন ।
খুলনা বিভাগের অন্যতম সেরা স্কুল হিসেবে এর নাম থাকলেও শিক্ষক সংকট চরমে । মোট স্কুলে শিক্ষক ১৭ থাকার কথা থাকলেও আছে মাত্র ৯ জন । প্রধান শিক্ষক শুন্য এই বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে শিক্ষক নাই ৩জন,ভৌত বিজ্ঞান-১ জন, জীব বিজ্ঞান-১জন ।
এ বিষয়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষক মাহফুজা বেগম জানান,উক্ত স্কুলে শিক্ষক সংকট অনেক দিনের সংশ্লিষ্ট দপ্তরে বহুচিঠি লেখা হয়েছে তবুও কোন কাজ হচ্ছে না । স্কুলে শিক্ষক সংকটের কারনে শিক্ষার্থিদের শিক্ষা গ্রহনে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি শিক্ষকদের উপর বেশী চাপ পড়ছে । ছাত্রীদের ইংরেজী ক্লাসের শিক্ষক না থাকার ফলে,বাংলা শিক্ষক দ্বারা উক্ত ক্লাস নেয়া হচ্ছে । সেক্ষেত্রে শিক্ষার্থিদের লেখাপড়া দারুনভাবে ব্যাহত হচ্ছে । অনতিবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান । একই বিষয়ে জোর দাবী জানান উক্ত স্কুলের শিক্ষক মোঃ জামাল উদ্দিনসহ সকল শিক্ষক ও ছাত্রীবৃন্দ ।
এ বিষয়ে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান জানান, তালা শহীদ আলী আহম্মেদ উচ্চ বালিকা বিদ্যালয় খুলনা বিভাগের অন্যতম সেরা বিদ্যালয় । এখানে শিক্ষক মন্ডলী অত্যান্ত নিবিড়ভাবে শিক্ষার্থিদের লেখাপড়া শেখান । ফলে অন্যান্য স্কুলের চেয়ে প্রতিবছর রেজাল্ট অত্যান্ত ভাল । তবে শিক্ষক সংকটের কারনে অনেক সময় শিক্ষার্থিদের লেখাপড়া ব্যহত হচ্ছে । শিক্ষকদের ব্যাপারে কতৃপক্ষ বরাবর চিঠি লেখা হয়েছে । ০৯জানুয়ারী,২০১৮মঙ্গলবার:::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Please follow and like us:

Check Also

আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি,তাই জনগণ তাকে বার বার নির্বাচিত করতেন: সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।