ভোমরাস্থল বন্দরে জেলা প্রশাসন সেবাকুঞ্জ উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

ভোমরাস্থল বন্দরে জেলা প্রশাসন সেবাকুঞ্জ উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া

ক্রাইমবার্তা রিপোর্ট:  সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরে জেলা প্রশাসন সেবাকুঞ্জ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ভোমরাস্থল বন্দরে বাংলাদেশ এ্যাডমিনিস্টেটিভ সার্ভিস এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, ভোমরা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জুয়েল আহমেদ, ভোমরা কাষ্টমস্ সি.এন্ড.এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে সমাজের সবাইকে এক যোগে কাজ করতে হবে, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া

বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ সম্পর্কিত এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরন সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সিভিল সার্জন ডাঃ তাওহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ ও মাদককে না বলুন। তিনি এ সময় বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে সমাজের সবাইকে এক যোগে সোচ্চার হয়ে কাজ করার আাহবান জানান। এবং বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে হবে।
উক্ত অবহিতকরন সভায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা খাতুন।১৭জানুয়ারী,২০১৮বুধবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।