বিচার বিভাগকে সুদক্ষ এবং আন্তর্জাতিক মান সম্পর্ন্ন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করেছ: সাতক্ষীরায় আইন মন্ত্রী

শেখ কামরুল ইসলাম : নব-নির্মিত সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা জজ আদালত ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারিত অংশ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিচার বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি। এসময় তিনি বেলুন ও ফেস্টুন, শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফলক উন্মোচন করে নব-নির্মিত সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা জজ আদালত ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারিত অংশ এর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অবিচল আছে এবং অবিচল থাকবে। উচ্চ আদালতের একটি রায়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়ে পথচলা শুরু হয় ২০০৭ সালের ১লা নভেম্বর থেকে। চলার শুরুতে বিশেষ করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সমুহে এজলাস্ সমুহের অপ্রতুলতা দেখা দেয়। ফলে বিচারকগণ এজলাস ভাগাভাগি করে চলতে থাকে। কিন্তু তাতে করে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থী জনগণ ভোগান্তীর শিকার হয়ে থাকেন তেমনি মামলার জট দিনের পর দিন বাড়তে থাকে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর আদালত ভবন নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে। তারই উজ্জল দৃষ্ট্রান্ত এই সাতক্ষীরার চীফ জুডিসিয়াল আদালত ভবন। দেশের ৪২টি জেলায় আদালত ভবন নির্মাণ হচ্ছে এবং ২০টি জেলায় বিচারীক কার্যক্রম চালু হয়েছে। বিচারকদের জন্য আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিচার বিভাগকে সুদক্ষ এবং আন্তর্জাতিক মান সম্পর্ন্ন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে বিচারকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বর্তমান সরকার মামলা জট কমাতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, গণপূর্ত জোন খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জি.এম. এম কামাল পাশা, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প প্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, গণপূতের তত্বাবধায়ক প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমাদ ও জজ কোর্টের পিপি এড. ওসমান গনি প্রমুখ। গণপূর্তের অধীনে বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (প্রথম পর্যায়ে, দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর অধীনে ১.৭৫ একর জমির সাতক্ষীরা জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ কাজ ১২ তলা ভিতের উপরে ১০তলা বিশিষ্ট ভবন নির্মাণে উপর বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৬৫ কোটি ২৩ লক্ষ ২৭ হাজার ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনে ১৮টি এজলাস ভবন, ১টি লিগ্যাল এইড অফিস রুমসহ রেকর্ড রুম, মালখানা, কনফারেন্স রুম, সুবিধা রয়েছে। এছাড়া এভবনে তিনটি লিফট্, ৪টি সিড়ি, ২টি পোর্চ, ৬৩০ কেভি বিদ্যুৎ সাব স্টেশন, ১৫০ কেভি জেনারেটর, ১টি গভীর নলকুপ স্থাপন করা হয়েছে এই ভবনে। অপরদিকে জেলা জজ আদালত ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারিত অংশ এর উদ্বোধন করেন এবং জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।

 

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রি আনিসুল হক বলেন বিএনপি যে সহায়ক সরকারের কথা বলছে তা কেমন তা তারা স্পষ্ট করে বলেনি। তারা বলেছেন ‘কিছুদিন পরে বলবেন’।
এ প্রসঙ্গে মন্ত্রি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য তুলে ধরে আরও বলেন নির্বাচনকালিন সরকার হবে কেবল মাত্র রুটিন কাজ করার জন্য । মন্ত্রি পরিষদের সদস্যও কমিয়ে ফেলা হবে। তারা কোনো পলিসি ডিসিশন নেবে না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন উল্লেখ করে তিনি বলেন সে সময় কমিশন নির্বাহী বিভাগের কাছে যে সব সহায়তা চাইবে এবং যারা দেবে সেটাই তো নির্বাচনকালিন সরকার। এমনকি যেসব দেশে লিখিত সংবিধান নেই তারাও এটা মেনে চলে। তাছাড়া তারা যে বলছেন নির্বাচনকালিন সরকার বলে সংবিধানে কিছুই নেই এ কথাও ঠিক নয় । এ প্রসঙ্গে তিনি সংবিধানের ১০৫ অনুচ্ছেদ এবং ১২৬ অনুচ্ছেদের উল্লেখ করেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি যে সংলাপের কথা বলছে সে সম্পর্কে আমাদের দল স্পষ্ট বক্তব্য দিয়ে তার অবস্থান জানিয়েছে।
মন্ত্রি বৃহস্পতিবার সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবন ও জেলা জজ আদালত উর্ধ্বমুখী করন উদ্বোধনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন। এ উপলক্ষে মন্ত্রি পরে এক সমাবেশে যোগ দেন।
জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মন্ত্রি আরও বলেন আইনের শাসন সব সময় জরুরি। এমন কোনো সভ্যতা খুঁজে পাওয়া যাবে না যেখানে আইনের বিকাশ ঘটেনি। তিনি বলেন বাংলাদেশের উন্নয়নে , বাংলাদেশের গনতন্ত্রের বিকাশে এবং উন্নয়নে গতিশীলতার জন্য আইনের শাসন জরুরি। বিচারকরা স্বাধীনভাবে কাজও করতে পারেন নি। এসব কারণে দেখা দেয় মামলার জট। মন্ত্রি বলেন দেশর বিচার মামলার জট কমাতে সরকার বেশকয়েকটি পতদক্ষেপ নিয়েছে । ্এর মধ্যে রয়েছে বিচারক নিয়োগ ও তাদের প্রশিক্ষন, আদালত সম্প্রসারন, বিশেষ ক্ষেত্রে মামলা না করে বিকল্প পন্থায় বিরোধ নিষ্পত্তি করা এবং টাকার অভাবে আইন সহায়তা না পাওয়া দরিদ্র মানুষের জন্য লেগ্যাল এইডের ব্যবস্থা।
মন্ত্রি বলেন ১৯৭৫ এর পর ২১ বছর ধরে বিচার বিভাগকে নানাভাবে কলুষিত করা হয়েছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয় । অচিরেই এদেশ একটি উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। শুধু বিচার বিভাগের উন্নয়নই যতেষ্ট নয় উল্লেখ করে মন্ত্রি বলেন আমাদেরকেএকটি আত্মমর্যাদাশীল জাতি হেসাবে গড়ে উঠতেহবে। সমাজ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতি দুর করতে একযোগে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে এদেশ একটি উন্নতদেশে উন্নীত হবে । বিচার বিভাগের সাথে আইনজীবীদের সম্পৃক্তকরতেহবে। জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট কেস কো অর্ডিনেশন উইনট গড়ে তালা হবে। যাতে আলোচনা করে মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়।

তিনি বলেন জেলায় জেলায় ন্যাশনাল জুডিসিয়াল ট্রেইনিং সেন্টার খোলা হবে। এমনকি বিচারক ও আইনজীবীদের বিদেশে প্রশিক্ষনের জন্য পাঠানো হবে যাতে মানুষ ন্যায় বিচার পায়। মন্ত্রি বলেন বিচারকরা ভাড়ার বাড়িতে বসবাস করলে কিছু প্রভাব পড়তেই পারে। এ জন্য বিচারকদের আবাসনের ব্যবস্থাও করা হবে। দেশের ৪৯৬ টি সাব রেজিস্ট্রি অফিস নতুন অথবা সংস্কার করা হবে জানিয়ে মন্ত্রি আরও বলেন ৬৪ টি জেলা রেজিস্ট্রার অফিস বাস্তবায়নের জন্য ছয় মাসের মধ্যেই কাজ শুরু করা হবে।

২৫জানুয়ারী,২০১৮ বৃস্পতিবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Please follow and like us:

Check Also

বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৮ জলদস্যু গ্রেফতার

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ অপহরণে যুক্ত ৮ জলদস্যুকে আটক করেছে সোমালিয়ার পুলিশ। রোববার জাহাজটিকে মুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।