ঢাবির কলাভবনে ছিনতাইকালে ২ ছাত্রলীগকর্মী আটক

ক্রাইমবার্তা রিপোর্ট:ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রাণ কোম্পানির দুই কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার সময় হাতেনাতে ধরা পড়লো বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তারা দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটক দুজন হলেন- ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন ও উর্দু বিভাগের বিল্লাহ হোসেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাবির কলাভবনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবির বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ শেষে প্রাণ কোম্পানির দুই কর্মকতা মো. রাসেল ও আবু বকর সবুজ রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে হিসাব-নিকাশ করছিলেন। এমন সময় মারুফ ও বিল্লালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের টাকা কেড়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু রাসেল টাকা দিতে না চাওয়ায় বিল্লাল তার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তার মাথা ফেটে ব্যাপক রক্তক্ষরণ হয়। এ সময় আবু বকর সবুজ চিৎকার করলে ঘটনাস্থলে লোকজন ছুটে আসে। এ সময় উপস্থিত লোকজনই বিল্লাল ও মারুফকে আটক করেন।

আহত রাসেল বলেন, ‘আমরা সারাদিনের হিসাব-নিকাশ করছিলাম। এমন সময় ১০ থেকে ১২ জন এসে আমাদের পরিচয় জানতে চায়। আমরা কোম্পানির লোক পরিচয় দিলে তারা টাকা কেড়ে নেয়ার চেষ্টা করে। টাকা দিতে না চাইলে তারা আমাদের ওপর হামলা করে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হোসেন জানান, রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে আটক দুই শিক্ষার্থীকে তাদের হাতে তুলে দেয়া হয়। এরা দুজনেই বর্তমানে থানাহাজতে আছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী মারুফ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শাহীনের অনুসারী হিসেবে পরিচিত। অন্যজন বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী বিল্লাল হল ছাত্রলীগের সভাপতি ফকির রাসেলের অনুসারী।

৩১জানুয়ারী,২০১৯বুধবার:ক্রাইমর্বাতা.কম/যুগান্তর/আসাবি

Check Also

উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তুলব: পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।