নবজীবন ইনস্টিটিউটে সাংস্কৃতিক প্রতিযোগিতা,প্রীতিভোজ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

আশেকুজ্জামান খান শহর প্রতিনিধি : নবজীবন ইনস্টিটিউটে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ,প্রীতিভোজ ও পুরস্কার বিতরনী গত বুধবার অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে নবজীবন ইনস্টিটিউট প্রাঙ্গন ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয়।পরে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের সংঙ্গীত পরিবেশন করে।পরে শিক্ষক অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা এক প্রীতিভোজে অংশ নেয়। প্রীতিভোজ শেষে নবজীবনের নিজস্ব অডিটোরিয়ামে এক আলোচনা সভা,র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নবজীবন ইনস্টিটিউটের চেয়ারম্যান ও নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নজীবনের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী আবুল কাসেম,সহ-সভাপতি জ্যোৎ¯œা আরা, নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান মোল্যা,জেলা সৈনিক লীগ সভাপতি মাহমুদ আলী সুমন,ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম ও আব্দুস সালাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার । ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বেশী বেশী মনোযোগ ,আস্থা,আনন্দ এবং লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে বার্ষিক সাংস্কৃতিক ,বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দ ভ্রমন, প্রীতিভোজের বিকল্প নেই। সাংস্কৃতিক প্রতিযোগিতা,প্রীতিভোজ ও পুরস্কার বিতরনী ফলাফল সহ এ ধরনের বিশেষ আয়েজনের সাথে সাথে পরিস্কার পরিচ্ছন্নতা,লেখাপড়ার মান,পরিবেশ রক্ষা সহ সকল কর্মকান্ডে সন্তোষ প্রকাশের পাশাপাশি উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ বিভিন্ন ভিষয়ে বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও সনদ বিতরন করেন ।এ সময় ছাত্র,শিক্ষক,অভিভাবক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

Please follow and like us:

Check Also

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সব শিক্ষার্থীকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।