অভয়নগরে জোরপূর্বক প্রতিবেশীর ঘর ভাংচুর : থানায় অভিযোগ দায়ের

অভয়নগর (যশোর) প্রতিনিধি : প্রতিবেশীর সাথে জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মৃত আব্দুল হক এর ছেলে গোলাম শেখ রিকির (৩৫) বসত বাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষরা। শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, একই গ্রামের সিদ্দিক শেখের ছেলে রউফ শেখ ও জাহিদ শেখ এবং খাইরুল শেখসহ তাদের সহযোগীদের নিয়ে সকালে রিকির বাড়িতে হামলা চালিয়ে একটি পাকাঘরের ছাদসহ বাড়ির প্রায় অর্ধাংশ ভেঙ্গে ফেলেছে। এ ব্যাপারে ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শেখ আব্দুল মান্নান এ প্রতিনিধিকে ঘরবাড়ি ভাংচুরের ঘটনার কথা স্বীকার করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রসাশনের মাধ্যমে সামাজিকভাবে আলোচনায় এ সমস্যার সমাধান সম্ভব। এ বিষয়ে ভুক্তভুগি রিকি আমাদের এ প্রতিবেদককে জানান, সাবেক ১০৯২ ও হাল ১৮৫৯ দাগের আমাদের ক্রয়কৃত জমি প্রতিপক্ষ বিগত প্রায় ত্রিশ বছর ধরে দখলে রেখেছে। জমি ফেরত চাইলে আমার ঘরের ভিতর ওরা জমি পাবে দাবি করে আমার একতলা ছাদ বিশিষ্ট ঘরের একটি অংশ ভেঙ্গে দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করলেও ঘর ভাঙ্গার কথা কৌশলে এড়িয়ে যান। তবে হামলাকারীদের বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে কেউই এ বিষয়ে মুখ খুলতে চাননি। তবে ভুক্তভুগি রিকি উপায়ন্ত না পেয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।