আজ শনিবার মহান স্বাধীনতার স্মৃতিবাহী মাস, দুর্বার আন্দোলনে আগুন ঝরা মার্চের তৃতীয় দিবস

স্টাফ রিপোর্টার : আজ শনিবার মহান স্বাধীনতার স্মৃতিবাহী মাস, দুর্বার আন্দোলনে আগুন ঝরা মার্চের তৃতীয় দিবস। ঊনিশশ’ একাত্তর সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল ছিল। একই দিন ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত বিশাল সমাবেশে গোটা জাতির মুক্তির আকাক্সক্ষার সনদ তথা স্বাধীনতার ইশতিহার পাঠ করা হয়। এদিকে ৬ই মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের প্রতিবাদে সারাদেশে সর্বাত্মক অর্ধদিবস হরতাল পালিত হয়। ৩রা মার্চ থেকে অনুষ্ঠিতব্য পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার প্রতিবাদে পূর্ব পাকিস্তানের আমজনতা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছিল। ১৯৭০ সালের নির্বাচন পরবর্তী পরিষদের অধিবেশনকে জনগণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক পর্যায় হিসেবে গ্রহণ করেছিল। অন্যদিকে অধিবেশন স্থগিত করার পদক্ষেপ প্রকৃতপক্ষে ছিল সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রদেশ পূর্ব পাকিস্তানকে সর্বোতভাবে অবজ্ঞার নামান্তর মাত্র। স্বাধীনতার আওয়াজও উঠেছিল একই কারণে। হরতালে উত্তাল সেই আন্দোলনের অংশ হিসেবে একাত্তরে আজকের দিনে পল্টন ময়দানে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ আয়োজিত এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন। একই দিন ছাত্র ও যুব নেতাদের নিয়ে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এর থেকে ‘পূর্ব পাকিস্তান’ শব্দটি বাদ দেয়া হয়। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের ঘোষণা ও কর্মসূচি সম্বলিত এক নম্বর ইশতিহার প্রকাশ করা হয়। স্বাধীনতার ইশতিহার পাঠ করেন তৎকালীন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ও অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ।
দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান ৩রা মার্চে প্রধান কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের এক বৈঠক আহবান করেন। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেছিলেন, এমন কতিপয় লোকের সঙ্গে আমাদের বৈঠকে বসার আহবান জানানো হয়েছে, যাদের ঘৃণ্য চক্রান্তের কারণে নিরীহ, নিরস্ত্র, চাষী, শ্রমিক ও ছাত্রকে প্রাণ দিতে হয়েছে। বঙ্গবন্ধু এ বৈঠককে ‘এক নিষ্ঠুর কৌতুক’ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন।

Please follow and like us:

Check Also

বিজয় দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি দিয়েছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।