ঝিনাইদহে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ক্রাইমবার্তা রিপোর্ট:ঝিনাইদহের শীতারামপুর গ্রামে আধিপত্ত বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে উভয় গ্রুপের ২৫টি বাড়ি। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হরিশংকরপুর পুলিশ ক্যাম্পের আইসি হুমায়ন কবির জানান, জেলা সদরের হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম এবং সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফরিদের মধ্যে এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় গ্রুপের সমর্থকরা সকালে শীতারামপুর গ্রামের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী পরানপুর ও চন্দ্রযানী গ্রামেও। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ১৫ জন এবং প্রায় ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।