প্রকৃতির যেদিকে তাকাই সেদিকেই যেনো সুন্দরের মেলা

কবির ইচ্ছে ছিলো প্রেয়সীকে দিবেন ‘বাদল দিনের প্রথম কদম ফুল’। হলো না পূরণ। আসলো ফাগুন। শিমুল-পলাশের ডালে ডালে আগুন। মনের বন জ্বলছে দ্বিগুণ। বসন্তের বার্তা নিয়ে প্রকৃতির রঙিন রঙ্গমঞ্চে দিকে দিকে ফুটেছে শিমুল-পলাশ ফুল। কবির ভাষায় এ যেনো-‘শুধু তোমার জন্যে এই অরণ্যে পলাশ হয়েছে লাল…।’

‘ও পলাশ ! ও শিমুল! কেনো এ মন মোর রাঙালে…?’ পলাশ আর শিমুল শুধু কবির ঘুম রাঙায়নি। প্রকৃতি প্রেমিকদের মনে জ্বেলেছে সৌন্দর্যের আগুন। প্রকৃতির যেদিকে তাকাই সেদিকেই যেনো সুন্দরের মেলা।-ছবিটি সদর উপজেলার আগরদাড়ি এলাকা থেকে শুক্রবার ক্যামেরাবন্দি করেছে  সাখাওয়াত উল্যাহ।

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।