জলাবদ্ধতা নিরসনে জেলা নাগরিক আন্দোলন মঞ্চের বিভিন্ন এলাকা পরিদর্শন

সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ জেলার জলাবদ্ধতা এলাকা ও বিভিন্ন নদী ও খালের বাস্তব অবস্থা দেখার জন্য শনিবার সকাল ৮টা থেকে কলারোয়া, ঝাউডাঙ্গা, বল্লী, আখড়াখোলা, লাবসা ইউনিয়নের বর্ষা মৌসুমে যে সব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেই সব জলাবদ্ধতা এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। নেতৃবৃন্দের কাছে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা জানান, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্লুইসগেটগুলি নতুনভাবে নির্মাণ করার কথা বললেও বর্ষা মৌসুম চলে যাওয়ার সাথে সাথে তারাও ভুলে যান। ফলে পানি নিস্কাশনের শাখা নদীগুলো মৃত প্রায়। এমন অনেক খালের অস্তিত্ব আজ আর নেই। বেতনা নদী খননের নামে, ব্যাপক দুর্নীতি করার কারণে আখড়াখোলা, লাবসা, ঝাউডাঙ্গার নতুন নতুন এলাকা প্রতিবছরই প্লাবিত হচ্ছে। এব্যাপারে জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানালেও তারা কোন কর্ণপাত করে না। দ্রুততার সাথে যদি বেতনাসহ অন্যান্য নদী ও খালগুলি খনন করা না হয় তবে পুরা সাতক্ষীরা জেলা দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার কবলে পড়বে। এছাড়া রাস্তাঘাটগুলি চলাচলের একেবারে অনুপযোগী। সাধারণ মানুষের নাগরিক সুবিধা বলতেই কিছুই নেই। বিভিন্ন এলাকার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, যুগ্ম আহবায়ক শুধাংশু শেখর সরকার, স্বপন কুমার শীল, আনোয়ার জাহিদ তপন, সদস্য সচিব আলী নুর খান বাবুল, যুগ্ম সদস্য সচিব রওনক বাশার, এড. মনির উদ্দীন, মনিরুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

সাতক্ষীরা শহরের কামালনগর গলায় ওড়না পেঁচিয়ে ইরানী আফরোজ তানু (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।