নাগরিক আন্দোলন মঞ্চের এক জরুরি সভা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সদস্য সচিব আলীনুর খান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বিশিস্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জজকোর্টের পিপি এড. ওসমান গণি, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার, স্বপন কুমার শীল, নিত্যনন্দ সরকার, সদস্য ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, প্রভাষক ইদ্রিস আলী, সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, রওনক বাসার, এড. মুনির উদ্দিন, লোদী ইকবাল, লুৎফর রহমান প্রমুখ। সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে সন্ধ্যা সাড়ে ৬টায় আমতলা মোড়ের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন, আলোর মিছিল সহকারে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক শহীদ মিনার চত্বরে সমাবেশ ও আগামী ৩০ মার্চ সকাল ১০টায় নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময়সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

Please follow and like us:

Check Also

শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে কে কোন প্রতীক পেলেন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।