শনিবারে সাতক্ষীরায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রামকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি: শনিবার সাতক্ষীরায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। উদ্বোধন করবেন দেবহাটা থানার নতুন ভবন। এছাড়া তিনি পুলিশ প্রশাসনের আয়োজনে দেবহাটায় সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন এবং উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পুলিশের একটি সূত্র মতে, শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে দেবহাটা ফুটবল মাঠে সকাল সাড়ে ১০ টায় আসবেন। পরে তিনি থানার নতুন ভবন উদ্বোধন করে দেবহাটা হাইস্কুল সম্মুখে স্থানীয় সুধীজনের সাথে এক সুধী সমাবেশে অংশগ্রহন করবেন। সুধী সমাবেশে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেন অধ্যাপপক ডাঃ রুহুল হক এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি এমপি, এস.এম জগলুল জগলুল হায়দার এমপি, এ্যাডঃ মোস্তফা লুৎফুল্লাহ এমপি, মিসেস রিফাত আমিন এমপি, খুলনা রেজ্ঞ ডিআইজি দিদার আহম্মদ বিপিএম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা আঃলীগের সভাপতি আলহাজ¦ মুনসুর আহম্মেদ ও সাধারন সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ নজরুল ইসলাম। মতবিনিময় শেষে তিনি নলতা যেয়ে খাঁন বাহাদুর আহছানউল্লাহ (রঃ) মাজার জিয়ারত করবেন এবং সেখানে দুপুরে মধ্যহ্নভোজ করে দেবহাটা উপজেলার দেবীশহর মাঠে উপজেলা আঃলীগ আয়োজিত এক জনসভায় অংশগ্রহন করবেন। এখানে সমাবেশে সভাপতিত্ব করবেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী শ্যামনগরের গিয়ে সুন্দরবন ঘুরবেন বলে জানা গেছে। উল্লেখ ্য, বৃটিশ শাসনামলে তৈরী দেবহাটা থানার পূর্বের ভবনটি জরাজীর্ন হওয়ার কারনে গত ইং ২০১৪ সালে ঐ ভবনটি সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে বিক্রি করে দেয়া হয়। সূত্র মতে জানা গেছে, নতুন ভবন ও প্রাচীর নির্মান বাবদ ৬ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার ৯ শত ১৬ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি করার জন্য যশোরের বিশ^াস বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দায়িত্ব পায়। গত ইং ২০১৪ সালের ৯ নভেম্বর তারিখে থানা ভবনটি তৈরীর জন্য কাজের ওয়ার্ক অর্ডার দেয়া হয়। আর কাজটি শুরু করা হয় ইং ২০১৫ সালের ৮ মার্চ। নতুন ভবনটি তৈরীর কাজ শেষ হয়ে গেছে। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানিয়েছেন, মন্ত্রী মহোদয়ের আগমনকে কেন্দ্র করে একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Please follow and like us:

Check Also

তালায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই

তালা(সাতক্ষীরা) সংবাদদাতা:সাতক্ষীরার তালায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। উপজেলার ধলবাড়িয়া গ্রামে সোমবার বিকাল সাড়ে পাঁচটার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।