সাতক্ষীরায় হোটেল ও দোকানে জরিমানা

সাতক্ষীরা সংবাদদাতাঃ বিএসটিআই অনুমোদিতহীন, উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ বিহীন খাবার, পঁচা ডিম, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মিষ্টির ফ্রিজে কাঁচা মাছ মাংশ রাখার অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি অফিসার সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভ্রাম্যমাণ এ আদালতপরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম ৪ এপ্রিল সকালে সাতক্ষীরা সদরের কদমতলায় বাজার ও সাতক্ষীরা সরকারি কলেজ মোড় পরিদর্শন করেন। এসময়ে বাজারে বিক্রয় পন্যে বিএসটিআই অনুমোদিতহীন, উৎপাদন ও মেয়াদ উর্ত্তীর্ণতারিখ বিহীন খাবার, পঁচা ডিম, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মিষ্টির ফ্রিজে কাঁচা মাছ মাংশ রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নসহ বিবিধ বিষয়ে পরিদর্শন করেন সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময়ে কদমতলা বাজারে মেসার্স জুয়েল রানা বেকারী ও সরকারি কলেজ মোড়ের আপ্যায়ন হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ এর ৩৭, ৪৩সহ বিভিন্ন ধারা লংঘনের অপরাধে বিভিন্ন অংকের মোট ৫৫০০ টাকা জরিমানা এবং পঁচা ডিম নষ্ট করা হয়। এসময়ে জনগনকে সচেতন করতে লিফলেট বিতরণ ও বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।