পহেলা মে থেকে সাতক্ষীরার সকল পত্রিকার মূল্য ৩ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিনিধি: সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা সংবাদপত্র পরিষদের এক সভা দৈনিক কালের চিত্র অফিসে অনুষ্ঠিত হয়। জেলা সংবাদপত্র পরিষদের আহবায়ক দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেজুঁতি, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদক মহসিন হোসেন বাবলু, দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেস খান চৌধুরী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত সম্পাদকবৃন্দ দৈনিক পত্রিকা প্রকাশনার নিউজ প্রিন্ট কাগজের মূল্য বৃদ্ধিসহ সকল উপকরণের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে আগামী পহেলা মে ২০১৮ থেকে স্থানীয় পত্রিকার মূল্য ২ টাকার পরিবর্তে ৩ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please follow and like us:

Check Also

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে চলছে কান্না

সাতক্ষীরা সংবাদদাতাঃ গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজিয়াদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।