খুলনার পাটকল শ্রমিকদের ধর্মঘট

খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলে ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। বকেয়া পাওনা পরিশোধ, মজুরি কমিশন গঠনসহ ১১ দফা দাবিতে আজ বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার এ ধর্মঘট শুরু হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকালে পাটকলের শ্রমিকরা কাজে যোগদান না দিয়ে মিল চত্বরে সমাবেশ ও মিছিল করে। পরে সবাই গিয়ে মিলিত হয় খালিশপুর পিপলস গোলচত্বরে।

ধর্মঘটের কারণে খুলনা-যশোর অঞ্চলে নয়টি পাটকলে কোনো উৎপাদন হচ্ছে না। যেসব পাটকলের শ্রমিকরা ধর্মঘটে সামিল হয়েছে সেগুলো হচ্ছে- খুলনার ক্রিসেন্ট জুট মিল, প্লাটিনাম জুবলি জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, স্টার জুট মিল, ইস্টার্ন জুট মিল, আলিম জুট মিল, যশোরের জে জে আই জুট ও কার্পেটিং মিল লিমিটেড।

Please follow and like us:

Check Also

কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন ডিবির হারুন

ভুয়া সনদ সরবরাহে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।