ইবাদত বন্দেগিতে পালিত হলো পবিত্র লাইলাতুল বরাত

দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগির মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল বরাত।

হিজরি শাবান মাসের ১৫ তারিখের এ রাতে মানবজাতির জন্য স্রষ্টার অশেষ কল্যাণ কামনা করতে মসজিদগুলোতে জড়ো হন মুসল্লিরা।

সেখানে তারা নফল নামাজ, ধর্মীয় বয়ান, কোরআন পাঠ, জিকির ও অন্যান্য ধর্মীয় ইবাদত পালনের মাধ্যমে পুরো রাতই অতিবাহিত করেন।

এছাড়া, এ রাতে মুসল্লিরা নিজেদের আত্মীয় ও ধর্মীয় আলেমদের কবর জিয়ারত এবং সেই সাথে গরিব, প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও স্বজনদের মাঝে মিষ্টি ও ঘরে তৈরি খাবার বিতরণ করেন।

শবে বরাত উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল ইসলামিক ফাউন্ডেশন। এসব কর্মসূচির মধ্য ছিল ধর্মীয় বয়ান, কোরআন পাঠ, হামদ-নাত, দোয়া ও বিশেষ নামাজ। অন্যান্য ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও রাতব্যাপী জিকিরসহ অন্যান্য ইবাদতের আয়োজন করে।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি ও রেডিওগুলোতে প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠানমালা।

মুসলিমদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শবে বরাতে আল্লাহ আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেছেন। এই রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।

Please follow and like us:

Check Also

ঢাকায় প্রথম মহিলাদের ঈদের জামাত

বাংলায় মুসলমান সমাজে নারীদের প্রতিকূলতার ইতিহাস অনস্বীকার্য। নারীদের শিক্ষা, চিকিৎসা, বিবাহ ও অন্যান্য ব্যাপারে ইসলামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।