বিএনপির উচিত গ্রামেগঞ্জে গিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া:তোফায়েল

ক্রাইমবার্তা রিপোট:ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, আমরা যেমন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তাদেরও (বিএনপি) উচিত গ্রামেগঞ্জে গিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া।
বুধবার ভোলার বোরহানউদ্দিনের বিভিন্ন ইউনিয়নে অসহায় দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিগত দিনে বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাই তারা ব্যর্থতার দিকে যাবে না। তাদের উচিত হবে নির্বাচনে অংশ নেওয়া। আমরা যেমন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তাদেরও উচিত গ্রামেগঞ্জে গিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া। বিএনপি একটি এলোমেলো দল, তাদের কোনো তৎপরতা নেই। আমরা জনগণের খোঁজখবর নেই, ত্রাণ বিতরণ করি, কিন্তু  বিএনপির কোনো খোঁজ নেই।

বিএনপিকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ চায়, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের সময় সরকার দৈনন্দিন কাজ করবে আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন খুলনা, গাইবান্ধা ও রংপুরসহ বিভিন্ন নির্বাচন পরিচালনা করে প্রমাণ করেছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা বর্তমান কমিশনের রয়েছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

এমপি দোলনের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত, আটক-১

সাতক্ষীরার শ্যামনগরে এমপি এস এম আতাউল হক দোলনের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটেছে। শুক্রবার রাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।