সাতক্ষীরায় ঘেরকে কেন্দ্র করে এসকেভেটরে গুন,৮থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি

ফিরোজ হোসেন সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের রাজনগর বিলে মৎস্য গনঘেরকে কেন্দ্র করে রবিবার মধ্যরাতে ঘেরের মধ্যে থাকা এসকেভেটর(মাটি কাটা ম্যাসিনে) আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ঘের পরিচালনা কমিটির সেক্রেটারীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী ও ম্যাসিন চালকসুত্রে জানা যায় রাজনগর বিল গন মৎস্য ঘের নামে পরিচিত উক্ত ঘেরটি এলাকার শত শত বিঘা জমির মালিকের মধ্যস্থতায় মৎস্য ঘের পরিচালনা কমিটি গঠিত হয়। সভাপতি রফি, সেক্রেটারি কওসারসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কয়েকবছর ঘেরের কার্যক্রম চলার এক পর্যায় কিছু সংখ্যাক জমির মালিক মাছ চাষ না করে ফসল করার উদ্যোগ নিলে এক পর্যায়ে সভাপতি রফি, সেক্রেটারি কওসারের মধ্যে দ্বন্বের সৃষ্টি হয় । বিষয়টি মিমাংসার জন্য সম্প্রতি ঘের পরিচালনা কমিটি ও জমির সকল মালিকগন একমত পোষন করে যে, সকলে তাদের নিজ নিজ জমিতে ফসল করবে। এতে কারো কোন আপত্তি না থাকায় হাসানের মাধ্যমে এসকেভেটর(মাটি কাটা ম্যাসিন) দিয়ে ভেড়ি বাধ ধ্বংশের কাজ চলাকালিন ঘেরের মধ্যে থাকা ম্যাশিনে রবিবার মধ্যরাতে সেক্রেটারি গ্রুপের ব্যাক্তিরা আগুন দেয়। এতে ম্যাশিন পুড়ে আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।এ বিষয়ে হাসান বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় কওসারকে আসামি করে অজ্ঞাত ব্যাক্তিদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয় সদর থানার ওসি জানান লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি দেখা হচ্ছে।

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।