কালিগঞ্জ সদরে তা‘লীমুল কোরআন মাদ্রাসা সড়কটি হাটু পানিতে নিমর্জিত, দেখার কেহ নেই

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর ঈদগাহ হতে তা’লীমূল কুরআন মাদ্রাসা পর্যান্ত ইটসোলিং সড়কটি বর্তমানে বেহাল দশা,কয়েকদিনের বৃষ্টিতে হাটু পানিতে নিমর্জিত । এছাড়াও জনগুরুত্বপূর্ন সড়কের দু’ধার দিয়ে বসবাসরতদের চলাচলের ছোট বড় পথ এমনকি অনেকের উঠানেও হাটু পানি জমেছে। সরেজমিনে দেখা গেছে,সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া অনেক জায়গয় রাস্তা ভেঙ্গে পার্শ্ববর্তী পুকুরে চলে গেছে। ইটের সোলিংকৃত সড়কটি এমনিতে খানা খন্দে ভরা , তারপরে বর্ষার সময় সম্পূর্ন পানিতে ডুবে যায়। সড়কটির পশ্চিমে কর্মসংস্থান ব্যাংক, মাওলানা অজিহুর রহমানের পরিচালিত সর্ববৃহৎ বাজারগ্রাম রহিমপুর জামিয়া এমদাদীয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, উপজেলা প্রাণীসম্পদ অফিস, দক্ষীণে হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা, রোকেয়া মনসুর মহিলা কলেজ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারের দাবী উঠলেও কেউ কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় সংস্কার কাজে অগ্রগতি হয়নি। ফলে যাত্রি সাধারণের পাশাপাশি এ এলাকার সাধারন জনগন অত্যন্ত বিপাকে পড়েছে। বিশেষ করে স্কুল,কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। অপরদিকে অবর্ননীয় মানেবতর জীবন যাপন করছে শত-শত পরিবারের সদস্যরা। পানি নিস্কাশনের যথাযথ ব্যাবস্থা না থাকার কারনেই এ ভোগান্তির শিকার হতে হয়। এমতাবস্থায়, দ্রুত পানি নিস্কাশনে কাকশিয়ালী নদী পর্যন্ত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা, ভংগুর ও চলাচলে অনুপযোগী ইটসোলিং রাস্তাটি কার্পেটিং সড়ক নির্মানে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টক কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকার ভুক্তভোগী সর্বসাধারণ ও সুধীমহল।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।