ভারতীয় গরু না আসায় সাতক্ষীরার পারুলিয়া হাটে খামারিদের স্বস্তি

ক্রাইমবার্তা ডেস্করিপোট: নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আয্হাকে সামনে রেখে পারুলিয়ার পশুর হাটে উপচে পড়া ভিড়। ভারতীয় গরু নেই বাজারে খামারী ও ব্যবসায়ীরা স্বস্তিতে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ঈদের শেষ মুহূর্তে জমে উঠেছে পারুলিয়ার পশুর হাট। এবার ভারতীয় গরু বাজারে না থাকায় স্বস্তিতে ব্যবসায়ী ও খামারীরা। তবে এ বছরের গরুর দাম স্বাভাবিক থাকলেও ছাগলের দাম কিছুটা বেশি বলে জানান অনেক ক্রেতা। পবিত্র ঈদুল আয্হার আর মাত্র ১০ দিন বাকি। ঈদকে সামনে রেখে দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া পশুর হাটে গরু আর ছাগলের পাশা পাশি ক্রেতা-বিক্রেতা ভিড়ে মুখোরিত হয়ে উঠেছে। প্রধান সড়কসহ হাটের চার ধারে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। বরিবার সরেজমিনে হাটে যেয়ে দেখা যায়, চারিদিকে গরু আর ছাগল ক্রয়ের জন্য সাধারণ মানুষের ভিড়। অপর দিকে সাধারণ মানুষ তাদের পরিবাবের জন্য জামা-কাপগ, জুতা, ঈদ সমগ্রী কিনতে মেতে উঠেছে। সব মিলিয়ে হাটের সম্পূর্ণ দৃশ্যটা ছিল চোখে পড়ার মত। প্রশাসনের কড়া পাহারায় ছিল না কোন দালাল ফঁড়িয়াদের আনাগোনা। এ বিষয় একাধির ক্রেতা-বিক্রেতা জানান, এবারের হাটে তুলনামুলকভাবে খাজনা কম হওয়ায় আমরা অনেক খুশি।

Check Also

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।