সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত:* অপহৃত ২৩ জেলে উদ্ধার

ক্রাইমবার্তা রিপোট:  সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদুস্য আল-আমিন বাহিনীর সদস্যদের সাথে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যদের বন্দুকযুদ্ধে বাবু নামে এক বনদস্যু নিহত হয়েছে। এ সময় জিম্মি ২৩ জেলে, সাতটি জেলে নৌকা ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়েছে।বুধবার (১৫ আগস্ট) সুন্দরবনের কয়রা অংশের শিবসা নদীর মার্কি খালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর অপরেশন অফিসার লে. কমান্ডার জাহিদ জানান, র‌্যাবের একটি দল বুধবার ভোরে মার্কি খালে বনদস্যু আল-আমিন বাহিনীর হাতে জিম্মি জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে। এ সময় বন্দুকযুদ্ধে অপহৃত ২৩ জেলে ও বেশ কিছু অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং বাবু নামে এক বনদুস্য নিহত হয়েছে। তবে নিহত বাবুর নাম পরিচয় তারা জানাতে পারেনি।

Please follow and like us:

Check Also

‘জলবায়ুু পরিবর্তন’ —– ঝুঁকিতে উপকূলের ৪০ শতাংশ কৃষিজমি

বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দুই লাখ ৪০ হাজার কৃষকের আবু সাইদ বিশ্বাস,সাতক্ষীরাঃ ‘জলবায়ুু পরিবর্তনে সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।