সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ

ক্রাইমর্বাতা র্রিপোট:সাতক্ষীরার বড়বাজারে ট্যাক্স ফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। রোববার দুপুরে শহরের সুলতানপুর বড়বাজার ডেভিট খান সিটি মার্কেট থেকে উক্ত মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গুড়া দুধ, চিনি, স্যান্ডেল, সাবান, তেল, কসমেটিকসসহ বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মালামাল।

বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত উক্ত টাক্সফোর্স অভিযানে নেতৃত্ব দেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব জানান, বিজিবি’র দেয়া গোপন তথ্যের ভিত্তিতে শহরের বড়বাজারে অভিযান চালানো হয়। তিনি আরো জানান, সিজার লিস্ট না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না।

সাতক্ষীরার ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান এখনো চলছে। অভিযান শেষে মালামাল বের করে তার দাম নির্ধারণ করা হবে।

ব্যবসায়ীদের দাবী স্থানীয় পুলিশ প্রশাসন নিয়মিত চাদা নিত এসব মালামালের জন্য।

Check Also

আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন জিয়াউল ইসলাম জিয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।