যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাচন : ৭ টি পদের বিপরিতে ১৫ টি মনোনয়ন জমা

ক্রাইমবার্তা রিপোট:যশোর: যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে ৭ টি পদের বিপরীতে ১৫ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। বুধবার উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন কমিশনের চেয়ারম্যান রুকুনুদৌল্লাহর কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

সভাপতি পদে ৩জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন দৈনিক জনকন্ঠ ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার সাজেদ রহমান বকুল, দৈনিক কল্যাণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ওহাব মুকুল, দৈনিক স্পন্দনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সংবাদ সংস্থার যশোর জেলা প্রতিনিধি সাজ্জাদ গনি খান রিমন।

সহ-সভাপতি পদে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন দৈনি পূর্বাঞ্চল পত্রিকার যশোর ব্যুরো প্রধান প্রদীপ ঘোষ ও দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার প্রনব দাস।

সাধরণ সম্পাদক পদে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন দৈনিক স্পন্দন পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ ও দৈনিক সমাজের কথা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন।
যুগ্ম-সম্পাদক পদে ২ জন মনোয়ন পত্র জসা দিয়েছেন। এরা হলেন দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার এস এম আরিফ ও দৈনিক যশোর পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম রুবেল।
কোষাধ্যক্ষ পদে ২ জন মনোয়ন জমা দিয়েছেন। এরা হলেন দৈনিক স্পন্দনের ক্রীড়া রিপোর্টার মারুফ কবীর ও অন লাইন নিউজ পোর্টাল ম্যাগপাই নিউজের বার্তা সম্পাদক ডি এইচ ডিলসান।
এছাড়া সদস্য পদে ইন্ডিপেনডেন্ট টিভির যশোর প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক স্পন্দনের স্টাফ রিপোর্টার মিরাজুল কবীর টিটো, একই পত্রিকার ফটো সাংবাদিক ইমরান হাসান টুটুল, দৈনিক সমাজের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার সফিক সায়ীদ।

আগামী ১০ নভেম্বর যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর আগে মনোনয়ন পত্র বিক্রি হয় ১৫ অক্টোবর।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান রুকুনুদৌল্লাহ জানান, ১৮ অক্টোবর যাচাই বাছাই শেষে আগামি ২৪ অক্টোবর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২১ অক্টোবর সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত সময়ের মধ্যে।

Please follow and like us:

Check Also

বাবার ইমামতিতে ছেলের জানাজা

চাঁদপুর শহরের হাজি মহসিন রোডের রেলওয়ে নূরানি জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আ ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।