ভারতে ছাপানো ২৫ লাখ পাঠ্যবই বাংলাদেশে

ক্রাইমবার্তাডেক্স রিপোর্টঃ   ভারতে ছাপানো প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য ২৫ লাখ পাঠ্যবই’র প্রথম চালান আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে এসব বই বাংলাদেশে বন্দরে প্রবেশ করে।

বন্দরের ২ নম্বর শেডে ভারতে ছাপানো বই ভারতীয় ট্রাক থেকে বন্দরে রাখা হয়েছে আনলোড করে। রাত সাড়ে ১২টা পর্যন্ত বন্দরে শেডে বইগুলো আনলোড শেষ হয়।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উওম চাকমা জানান, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক এই বইয়ের আমদানিকারক। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান হচ্ছে কৃষ্ণা ট্রেডার্স কলকাতা। বাইয়ের ঘোষিত আমদানিমূল্য ৭ লাখ ৫৮ হাজার ৫০০ মার্কিন ডলার। বইয়ের ওজন ৫০৮ টন ৩০২ কেজি। ১৩ হাজার ২৫০ বান্ডেলে প্রাথমিকের ২৫ লাখ বই আমদানি করা হয়েছে।

বই সরবরাহের দায়িত্বে নিয়জিত বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী আজিম উদ্দিন গাজী বলেন, ভারত থেকে আরও বই আমদানি হবে বেনাপোল বন্দর দিয়ে। কয়েক দফায় আমদানি করা এসব বই ৩ নভেম্বর বন্দর থেকে খালাস করা শুরু হবে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তবে কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে বই বন্দর থেকে খালাস দেয়া হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানান।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।