সাতক্ষীরায় স্কুল ও মাদ্রাসায় এক যোগে বই বিতরণ

ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা:   নতুন বছরের প্রথম দিনে উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে সাতক্ষীরায় “পাঠ্য পুস্তক দিবস-২০১৯” পালিত হয়েছে। পাঠ্য পুস্তক দিবসে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার  সকালে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন ,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা খাতুন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এরপর, সাতক্ষীরা সিলভার জুবলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সকালে সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা সহ জেলার কয়েকশ মাদ্রাসায় এ বই বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে ৩১ লাখ ৬৩ হাজার ৯৯০ পিচ পাঠ্যপুস্তকের চাহিদার বিপরীতে ২১ লাখ ৪২ হাজার ২২৮ পিচ বই বিতরণ করা হয়েছে।

 

সাতক্ষীরায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে রঙিন বই উৎসব

 

‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব” এই স্লোগানকে সামনে রেখে কুয়াশামাখা, শিশির স্নিগ্ধ সোনালি সকাল। শীতের মিষ্টি রোদের হাল্কা আঁচ নিতে নিতে যেন প্রস্ফুটিত হয়ে উঠেছিল শতসহ¯্র মুকুল। নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বই উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. খালিদ সাইফুল্লাহ, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, সহকারি শিক্ষক নাজমুন লায়লা, সাবিনা শারমিন, মো. আক্তারুজ্জামান, মো. তৈয়েবুর রহমান প্রমুখ। এসময় ১ হাজার শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

##

পাঠ্যপুস্তক দিবসে সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব

 

“‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, সহকারী প্রধান শিক্ষক সেতারা আক্তার বানু, সহকারী শিক্ষক আমিনুর রহমান উল্লাস, আলামিন হোসেন প্রমুখ। নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। ৩শ’৫০ জন শিক্ষার্থী নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো।

##

পাঠ্যপুস্তক দিবসে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় রঙিন বই উৎসব

মাহফিজুল ইসলাম আককাজ ::

“ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন জেলা আ’লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলু, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, কাজী সিরাজুল হক, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক মো. মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মোমীন আলী, আব্দুল করিম, আমিনুর রহমান প্রমুখ। এসময় মাদাসার শিক্ষক/ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দউপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত করেন আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম জিয়া।
##

রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয়ে নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ

 

“ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। নতুন বই হাতে পেয়ে প্রতিবন্ধী শিশুরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান খান বিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা মোস্তাফিজ। বই উৎসবে এ বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ৩ শ’ সেট নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।