সাতক্ষীরা জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোটঃ    সাতক্ষীরা জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানী চলে দুপুর ১টা পর্যন্ত। গণশুনানীর পূর্বে জেলার প্রান্তিক পর্যায়ের ভুক্তভোগী নাগরিক জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে জড়ো হতে থাকে। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শুনানী শুরু করলে একের পর এক তাদের সমস্যার কথা তুলে ধরেন। আশাশুনী উপজেলার ধন্যহাটি গ্রামের দেবদত্ত চক্রবর্তী অভিযোগ করে ঐ এলাকার আব্দুর রশিদ ও তার স্ত্রী চক্রবৃদ্ধি হারে সুদের ব্যবসা করছেন। এতে বহু ভুক্তভোগীরা স্বাক্ষর করেছে। জেলা প্রশাসক তদন্ত পূর্বক শাস্তির আশ্বাস প্রদান করেছেন। কালিগঞ্জ চাঁদখালীর শেখ আব্দুল হামিদ সরকারী জমি বন্দবস্ত চেয়েছেন। আশাশুনীর বড়দল দিন মজুর বেবী সরকারী জমির উপর দোকান নির্মাণ করেছেন। সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে স্থানীয় চেয়ারম্যান ও তার বাহিনী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছে। এছাড়া বিভিন্ন সমস্যা নিয়ে ৪৫ জন গণশুনানীতে অভিযোগ করেন। জেলা প্রশাসক তাদের সমস্যা অনুযায়ী বিভিন্ন দপ্তরের উপর সমাধান করার জন্য নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভূক্তভোগী জনগন। এসময় উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়, সহকারী কমিশনার আজহার আলী, মুর্শিদা আক্তার।

Please follow and like us:

Check Also

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে চলছে কান্না

সাতক্ষীরা সংবাদদাতাঃ গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজিয়াদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।