পিতা-মাতার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কবি আল মাহমুদ

ক্রাইমবার্তা রিপোটঃ ব্রাহ্মনবাড়িয়ায় নিজ গ্রামে পিতা-মাতা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। আজ রবিবার দুপুর পৌনে ৩ টার দিকে মৌড়াইল কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। দাফনকালে পরিবারের সদস্য, নিকটতাত্মীয় ও কবির ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে কবি আল মাহমুদের তৃতীয় ও শেষ জানাযা অনুষ্ঠিত হয়। জোহরের নামাজের পর অনুষ্ঠিত জানাযা নামাজ পরিচালনা করেন কবির মামাতো ভাই মাওলানা আশেক উল্লাহ ভূইয়া। জানাযা শেষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ কবিকে শেষবারের মত ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ‘সোনালী কাবিন’ এর কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

Please follow and like us:

Check Also

আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি,তাই জনগণ তাকে বার বার নির্বাচিত করতেন: সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।