উগ্রপন্থা প্রতিরোধে সাতক্ষীরা সার্কিট হাউজে আঞ্চলিক সংলাপ

হাফিজুর রহমান শিমুল :: উগ্রপন্থা প্রতিরোধে কর্মসূচী বাস্তবায়নে অর্জন, চ্যালেঞ্জ ও শিক্ষণ বিষয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে এবং রূপান্তরের অর্থায়নে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে সাবেক অধ্যক্ষ প্রফেসার আব্দুল হামিদ এর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল।

অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনা রাখেন সাতক্ষীরার অতিঃ পুলিশ সুপার মিসেস মেরীনা , জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক দিবাশীষ মন্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোমতাজ আহম্মেদ বাপ্পী, দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, ভয়েস অব সাতক্ষীরা এর সম্পাদক এম কামরুজ্জামান প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অগ্রগতি সংস্থার সমন্বয়কারী শাহাদৎ হোসেন বাচ্ছু, উক্ত কান্ট্রী সাপোর্ট মেকানিজম, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের তত্বাবধানে পরিচালিত সংলাপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সরকারি কর্মকর্তা, আইনজীবি, জেলা ও উপজেলা জাতীয় ঈমাম সমিতির সভাপতি, জেলা ও উপজেলার বিভিন্ন সংবাদকর্মী অংশগ্রহন করেণ।

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।