আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় সততা সংঘের পুরুষ্কার বিতরণ

ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা:
সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার সততা সংঘের উদ্যোগে আয়োজিত বিতর্ক ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। আজ সকালে মাদ্রাসার অধ্যক্ষ মো: রুহুল আমিনের সভাপতিত্বে এ পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্ণীতী প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ মো: জিয়া উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা দুর্ণীতী প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো: মোজাম্মেল হক, সিনিয়র সদস্য আব্দুর রব ওয়ার্ছি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাবেক ব্যাংকর আব্দুর রহিম প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বকচরা আহম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: রমজান আলী, কাশেপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: মনিরুজ্জামান,কুখরালি আহম্মাদিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মো: জাহাঙ্গীর আলম,আগরদাঁড়ি আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো: জামাল উদ্দীনসহ অনেকে। পরে অতিথিবৃন্দ বিতর্ক, রচনা প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক প্রতিযোগীয় বিভিন্ন পর্যায়ের বিজয়ীদেও মধ্যে পুরুষ্কার বিতরণ করেন।
এছাড়া ২০১৯-২০ শিক্ষা বর্ষেও অলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীব বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক সাখাওয়াত উল্লাহ ও মো: আবুল হাসান।

Please follow and like us:

Check Also

আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি,তাই জনগণ তাকে বার বার নির্বাচিত করতেন: সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।